বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল
নানা নাটকীয়তার পর শেষমেশ বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ। মঙ্গলবার দিনভর নাটকীয়তার পর সন্ধ্যায় ভিডিও বার্তার মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। বিশ্বকাপ দল ঘোষণার ২০ ঘন্টার মধ্যেই ভারতের গুয়াহাটির উদ্দেশ্যে দেশ ছাড়লেন সাকিব-তাসকিনরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেন বিশ্বকাপ দলের সদস্যরা। এসময় দলের সঙ্গে দেখা যায় কোচিং স্টাফদেরও।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে ভালো করবে দল, এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি।
সুজন বলেন, ‘স্বপ্ন সবার একই রকম, আমরা ভালো করতে চাই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। বলাটা যত সহজ, ততটা সহজ হবে না কাজটা। প্রথম টার্গেট থাকবে সেমিফাইনালে যাওয়া। যদিও আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে পারিনি। তবে আমরা যেহেতু সময় পাচ্ছি বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার। তাই খুব বেশি সমস্যা হওয়ার কথা না। স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্লেয়ারদের পাশাপাশি কোচিং স্টাফদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
আগামী ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পাবেন ক্রিকেটাররা। এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ২ অক্টোবর একই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল।
দুই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।