বিশ্বকাপ জয়ের ছক কষছে ভারত
ভারতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ড সফরে। খেলছে টেস্ট সিরিজ। এই সিরিজ শেষে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ক্রিকেটাররা। মরুর দেশেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখনও দুই মাস বাকি থাকলেও ইংল্যান্ডে বসেই বিশ্বকাপ জয়ের ছক কষছে ভারতের ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
টেস্ট সিরিজ চলাকালীন বিশ্বকাপ নিয়ে বৈঠক করলেন ভারতীয় অধিনাক বিরাট কোহলি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সহ-সভাপতি রাজীব শুক্লা ও সচিব জয় শাহ। সেই বৈঠকে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা ছাড়াও দল নিয়ে আলোচনা করেন তাঁরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে গিয়েছিলেন বিসিসিআই কর্মকর্তারা। সেখানেই কোহলির সঙ্গে বৈঠকে বসেন সৌরভরা। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল আলোচনার মূল বিষয়।
কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল সাফল্য পাচ্ছে ঠিক, তবে আইসিসির সর্বোচ্চ পর্যায়ের ট্রফি এখনও অধরা। তাই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া তারা।
Comments are closed.