বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে মালদ্বীপ চ্যালেঞ্জ

0 ১২৯
বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল দলের অধিনায়ক : বাফুফে

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে মূল্যবান এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে মালদ্বীপ পরীক্ষায় উতরানোর চ্যালেঞ্জ। আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে বিকেল পৌনে ছয়টায় মাঠে নামবে হাভিয়ের কাবরেরার দল।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আগামী কালকের ম্যাচটি আমাদের জন্য হবে ‘ম্যাচ অব দ্য ইয়ার। গত কয়েক দিন ঢাকায় আমরা প্রস্তুতি নিয়েছি, টেকটিক্যাল দিক নিয়ে কাজ করেছি। আমরা এই ম্যাচের জন্য প্রায় পুরোপুরি প্রস্তুত। এটা আমাদের জন্য বড় ম্যাচ, যেটা আমি এর আগে বলেছি।’

অন্যদিকে, মালদ্বীপ কোচ আলী সুজেইন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দুটি দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মালের ম্যাচটি ড্র হয়েছিল, দুই দল বলতে গেলে প্রায় একই রকম খেলেছিল, এটা দুর্ভাগ্য যে আমরা গোল করে তা আগলে রাখতে পারিনি, শেষ দিকে যোগ করা সময়ে বাংলাদেশ গোল করলো।’

দেশের ফুটবলের জন্য মহামূল্যবান এই ম্যাচটি নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ম্যাচটি কীভাবে দেখা যাবে, টিকিটের দাম কত এবং টিকিট কোথায় পাওয়া যাবে তা জানতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন।

বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচটির টিকিটের সর্বোচ্চ মূল্য ভিআইপি ৫০০ টাকা। ভিআইপি ছাড়াও আরও দুই ক্যাটাগরির টিকিট ছাড়া হবে দর্শকদের জন্য। ক্যাটাগরি-১ এর টিকিটের মূল্য ২০০ টাকা এবং ক্যাটাগরি-২ এর টিকিটের মূল্য ১০০ টাকা।

টিকিট পাওয়া যাবে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল ও বসুন্ধরা (আবাসিক) শাখায়। যারা টিকিট পাবেন না বা মাঠে এসে খেলতে দেখতে পারবেন না তাদের জন্য দুটি বেসরকারি টিভি চ্যানেল ম্যাচটি সম্প্রচার করবে। একটি নিউজ-২৪ এবং অন্যটি টি-স্পোর্টস।

দুই দলের অতীত রেকর্ড ও খেলোয়াড়দের সক্ষমতা দেখলে মালদ্বীপকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে। লাল-সবুজ দলের সাম্প্রতিক পারফরম্যান্স আবার বলছে অন্য কথা। এই সময়ে হাভিয়ের কাবরেরার শিষ্যদের সাফ অঞ্চল কিংবা কাছাকাছি যে কোনও দলকে হারানোর, রুখে দেওয়ার সামর্থ্য প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হিসেবে ধরা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.