বিয়ের পর হানিমুন করা হলো না রণবীর-আলিয়ার
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের জন্য পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই ফের কাজে নেমে পড়লেন তারা। এমনকি হানিমুনেরও সময় পেলেন না তারা।
গতকাল সোমবার সদ্যবিবাহিত রণবীরকে দেখা দেয় টি-সিরিজ অফিসের বাইরে। সাধারণ পোশাকে ফিরেছেন আবার। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপানো চেকার্ড শার্ট। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরেছিলেন। খুশি খুশি মুখে পাপারাৎজিদের সামনে পোজও দিলেন অভিনেতা।
ঘরে নববধূ থাকলেও স্পষ্টতই কাজ এখন ধ্যানজ্ঞান রণবীরের। আলিয়ারও কি আর লাজুক মুখে বাড়ি বসে থাকার সুযোগ আছে! স্বামী-স্ত্রী দু’জনই যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ শুটিংয়ে বেরিয়ে যাবেন। করন জোহরের পরিচালনায় ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে অভিনয় করছেন আলিয়া।
অন্যদিকে, হিমাচল প্রদেশে ‘পশু’-র প্রথম দফার শুটিং শুরু করবেন রণবীর।
জানা গেছে, শুটিংয়ের কাজে রণবীর গোটা মে মাস স্পেন এবং মুম্বাইতে কাটাবেন। আর আলিয়া তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এর কাজ শুরু করবেন গ্যাল গ্যাডটের সঙ্গে। তাই পশ্চিমে উড়ে যাবেন ‘গাঙ্গুবাই’ও।
এই ঝটিকা সফরের মধ্যে কি আর হানিমুনের সময় বের করতে পারেন ‘রণলিয়া’?
Comments are closed.