প্রেস বিজ্ঞপ্তি: ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ইমদাদুল হক এর স্মরণে গণমুখী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ডা. এফএমএ জাহিদ। সম্মানিত তিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।
মোঃ মাহমুদ হোসেন মাসুদ এর সঞ্চালনায় বক্তা ছিলেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. লাইক আহম্মেদ খান, বারমেড মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফিরোজ আমিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান, কনসালটেন্ট ডা. মোঃ মতিউর রহমান।