বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে বিস্তর কর্মসুচী পালন করবে জেলা আওয়ামী লীগ

0 ৪১৯

রাজশাহী প্রতিনিধি : মহান বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ বিস্তর কর্মসূচি পালন করবে।
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সকাল ৮ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে কাটাখালী মাসকাটাদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-১(গোদাগাড়ী-–তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনের এমপি পররাষ্ট ্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জি. এনামুল হক, রাজশাহী -৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি প্রফেসর ডা. মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের এমপি এড. আদিবা আনজুম মিতা সহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.