বৃষ্টি উপেক্ষা করে নৌকার পক্ষে নগরজুড়ে প্রচার মিছিল

0 ১৭৮

স্টাফ রিপোর্টার: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ও সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে প্রচার মিছিলে অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় নেতৃবৃন্দ রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

রবিবার বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডের উপশহর নিউ মার্কেট এলাকায় নৌকার পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য  ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একইভাবে বৃষ্টি উপেক্ষা করে নগরীর আরো বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.