নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা জন্য বিদেশে প্রেরণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অনশন কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের জেলা বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা।
শনিবার (১৩ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১১টা হতে দুপুর ২ টা পর্যন্ত জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচী পালিত হয়।
অনশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকার সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় অনশনে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, নাচোল উপজেলা আহ্বায়ক মোঃ মাজেদুল হক, ভোলাহাট উপজেলা আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাস, রহনপুর পৌরসভার আহ্বায়ক মোঃ এনায়েত করিম তৌকি, গোমস্তাপুর বিএনপির সদস্য সচিব এ্যাডঃ নুরুল ইসলাম (সেন্টু), যুবদলের সদস্য সচিব মোঃ শাউন, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটার বিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে। দ্রুত বেগম খালেদা জিয়া কে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দিতে হবে।
তারা আরো বলেন,আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ার কারণে সমাজের নিম্নআয়ের মানুষজন অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। সরকারের একটি অংশ বাজার সিন্ডিকেটের সাথে সম্পৃত্ত থাকার কারণে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে প্রতিনিয়ত বাড়তে থাকায় চরম বিপাকে নিম্নআয়ের দিনমুজুর,কৃষক শ্রমিকরা।
বক্তারা আরো বলেন, আগামী দিনের রাষ্টনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও এই স্বৈরাচারী সরকার অনুরুপ একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়েছেন। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
তারা আরো বলেন, দেশে আইনের শাসন নেই, দ্রব্যমুলের উর্ধগতির কারনে দেশের মানুষ আজ দিশেহারা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত সকল দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের, এই আন্দোলন দেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের।