
আটককৃত আসামী- শুকুর আলীর স্ত্রী আমেনা খাতুন বুড়ি (২৮) ও রফিক হোসেনের ছেলে রকি হোসেন (২০) তারা দু’জনই বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী রেললাইন পাড়ার বাসিন্দা। এবং সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে পোর্ট থানার পুলিশ এসআই রোকন ও এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে আমেনার বাড়িতে অভিযান চালায় এ সময় তাদেরকে গাঁজার পুরিয়া বানানো অবস্থায় আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। এবং আসামীদের নামে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।