
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় বেনাপোলের দূর্গাপুর গ্রাম থেকে পোর্ট থানার পুলিশ তাকে আটক করে। পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে দুর্গাপুর রোডে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ জেসমিন নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।