
বেনাপোল পোর্ট ডিউটি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর থেকে বেনাপোল গামী ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বেনাপোল শহরে ঢোকার প্রাক্কালে বেনাপোল বলফিল্ডের সামনে একজন সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল আরোহী কুবাদ আলী গুরুতর আহত হয়। আহত কুবাদ আলীকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে। আর ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।