বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে থেকে ১কেজি ৮৫০ গ্রাম হিরোইনসহ ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা শনিবার সকালে উদ্ধার করেন।এসময় পাচারকারী পালিয়ে যায়।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দূর্গাপুর গ্রামের আক্তার আলী ভারত থেকে বিপুল পরিমান হিরোইন ও ইয়াবা ট্যাবলেট এনে তার বাড়িতে মজুত করেছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বারান্দা হতে ১কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।