প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০১৯, ৪:৫৪ অপরাহ্ণ
বেনাপোল সীমান্ত থেকে সাজাপ্রাপ্ত আসামী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে উজ্জ্বল মোল্যা (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকালে বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় গ্রাম থেকে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক উজ্জ্বল বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক সাজাপ্রাপ্ত আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবর পেয়ে ভবেরবেড় গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার এসআই এইচ.এম.এ লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.