ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে চালু হলো ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’

0 ২,৩৮৯
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ নামে ভার্চুয়াল ডেস্ক চালু করা হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল বৃহস্পতিবার রাতে এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন।

 

এরপর প্রতিমন্ত্রী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নতুন এই ভার্চুয়াল ডেস্কের বিষয়ে একটি পোস্ট করেন।

 

জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘যুক্তরাজ্য ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার। পরিবেশ, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে দুদেশের ব্যবসা ও বিনিয়োগের প্রসার ঘটছে। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে চালু করা হলো ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ শীর্ষক ভার্চুয়াল প্লাটফর্ম, যা একদিকে যেমন প্রযুক্তি, বিপিও এবং দুদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে সহযোগিতার করবে, অন্যদিকে দেশের আইটি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধিতে ভুমিকা রাখবে।’

 

আইসিটি প্রতিমন্ত্রী আরও লেখেন, ‘গত এক দশকে দ্রুত ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ এলাকা মোবাইলফোন কভারেজের আওতায় এবং (দেশে) ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ১৩ লাখের বেশি।’

 

‘উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার ফলে আউটসোর্সিং, ই-কমার্স, এফ-কমার্সের এবং ইগভর্নমেন্ট কাযর্ক্রম বিস্তৃত হয়েছে’, যোগ করেন জুনাইদ আহমেদ পলক।

 

এ ছাড়া আইসিটি প্রতিমন্ত্রী লেখেন, ‘দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট, কনট্যাক্ট ট্রেসার, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কমার্স করোনা মহামারিতে মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে, (মহামারি) মোকাবিলায় ভুমিকা রাখছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে বাড়ি বসে কাজ করা থেকে কৃষি সরবরাহ সচল রাখার ফলে করোনা মহামারির সময়েও ৫ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।’

 

Leave A Reply

Your email address will not be published.