ব্র্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0 ৪৬১

নিজস্ব প্রতিবেদক:  ব্র্যাকের স্বাস্থ্য সৃষ্টি ও জনসংখ্যা কর্মসূচী এর আওতায় পরিচালিত জলবায়ু পরিবর্তন বিষয়ক ‘স্ট্রেনথিং কমিউনিটি রিসিলেন্স টু ক্লাইমেট সেন্সিটিভ ডিজিজ ইন সিটি কর্পোরেশন অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী। প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার ডা. আব্দুল কাইয়ুম খান।

সভায় রাসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ডাঃ মোঃ রাজিউল হক ডেপুটি সিভিল সার্জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ মিজানুর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের জেলা সমন্বয়ক ফারজানা পারভীন, রাসিকের মেডিক্যাল অফিসার ডাঃ খন্দকার উম্মুল খায়ের ফাতিমা, স্বাস্থ্য বিভাগ, ডিসি অফিসের প্রতিনিধি, রিক, ব্র্যাক, তিলোত্তমার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.