ব্লু-ড্রিমের ঈদ আয়োজন

৪৮৯

ঈদে একই চ্যানেলে দেখা যাবে আকাশ সেন, পূজা, জিসান খান শুভ ও মাহতিম সাকিবকে। এই জনপ্রিয় শিল্পীদের গান প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ব্লু-ড্রিম। প্রথমবারের মতো দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন ওপার বাংলার কন্ঠশিল্পী আকাশ সেন ও বাংলাদেশের বাঁধন সরকার পূজা।

‘কী যে মায়া’ শিরোনামে গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। একই গীতিকার-সুরকার জুটির সঙ্গে জিসান খান শুভ গেয়েছেন ‘অবহেলা’। অন্যদিকে মাহতিম সাকিবের ‘তুমি ছাড়া’ গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল।

সব ক’টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। মিউজিক ভিডিও তিনটি ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Comments are closed.