ভঙ্গী নৃত্য শিল্পালয়ের দ্বি-বার্ষিক কমিটি গঠিন

0 ৯৮

বিডিসংবাদ: ‘ভঙ্গী নৃত্য শিল্পালয়’র দ্বি-বার্ষিক (২০২৪-২৬) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকাস্থ ফিল্ম এন্ড কালাচারাল আর্কাইভ-এ সংঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করি, অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়ি’ প্রত্যয়ে এগিয়ে চলা এ সংগঠনটির সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. শামীউল আলীম শাওনকে সভাপতি, মো. রবিন শেখকে সাধারণ সম্পাদক, মো. আতিকুর রহমান আতিককে অর্থসম্পাদক/কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ঠ দ্বি-বার্ষিক (২০২৪-২৬) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. রাজীব শেখকে সাংগঠনিক সম্পাদক, ইফ্ফাত আরা মমিকে নারী ও শিশু বিষয়ক সম্পাদক, রিমন মিয়াকে সাংস্কৃতিক সম্পাদক, মো. মুক্তার আলী সাদ্দামকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ফায়সাল চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. আল রশিদ রাহীকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন, শারমিন আক্তার তিশা, মোসা. ¯েœহা আক্তার, মো. ফাহিম হোসাইন ও মো. তুষার ইসলাম বাবু।

নবগঠিত কমিটির সকল সদস্য মাদক ও সহিংসতামুক্ত, অসাম্প্রদায়িক, আন্তঃনির্ভরশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সুস্থ ধারার সংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে এবং সকল প্রকার অপসংস্কৃতি রোধে ঐক্যমত পোষণ করেন। তাই তারা আগামীদিনে সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিককর্মী ও সংস্কৃতিক অঙ্গনের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য সেমিনার, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করবে। সামাজিক ও পরিবেশগত বিভিন্ন ইস্যুতে সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় ও দেশীয় লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও তার প্রচার-প্রকাশে কাজ করবে।

Leave A Reply

Your email address will not be published.