ভারতকে হারিয়ে ইংল্যান্ডের ইতিহাস

১৮০
ভারত-ইংল্যান্ডের ম্যাচ। ছবি : সংগৃহীত

টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে ইতিহাস গড়তে স্রেফ ১১৯ রান দরকার ছিল ইংল্যান্ডের। উইকেটে অপরাজিত ছিলেন দুই সেট ব্যাটার জনি বেয়ারস্টো ও জো রুট। দুজনে মিলে আজ মঙ্গলবার দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডকে জয় উপহার দিলেন। এজবাস্টনে ভারতের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ইংলিশরা।

পঞ্চম টেস্টের শেষ দিনে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হলো।

ম্যাচটিতে চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে যেটা ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করা জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল হেডিংলিতে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে ১ উইকেটের জয়টি এতদিন সেরা জয় ছিল।

বার্মিংহ‍্যামে গতকাল সোমবার চতুর্থ দিনের খেলা শেষে ৩৭৮ রানের লক্ষ‍্য তাড়ায় ৩ উইকেটে ২৬০ রান করে ইংল‍্যান্ড। দিন শেষে উইকেটে ১১০ বলে ৯ চারে ৭৬ রানে অপরাজিত ছিলেন জো রুট। তাঁর সঙ্গে জনি বেয়ারস্টো ৮৯ বল খেলে ৭২ রানে অপরাজিত ছিলেন।

দুজনের এই অপরাজিত জুটিতেই আজ শেষ দিন ম্যাচের সমাপ্তি হয়। দিন শেষে দুজন মিলে জয় নিয়েই মাঠ ছাড়েন। দলকে জেতানোর পথে রুট-বেয়ারস্টো দুজনই সেঞ্চুরি করেন।

ম্যাচ শেষে ব্যাট হাতে ১৪২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জো রুট। ১৭৩ বলে তাঁর ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি ও একটি ছক্কা। তাঁর সঙ্গে অপরাজিত থাকা বেয়ারস্টো খেলেছেন ১১৪ রানের ইনিংস। ১৪৫ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১৫ বাউন্ডারি ও একটি ছক্কায়।

ম্যাচটিতে প্রথম ইনিংসে ৪১৬ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ২৮৪ রানেই অলআউট হয় ইংল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৫ রান করে লিডসহ ইংল্যান্ডকে ৩৭৮ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। সেই লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়া জয় তুলে নিল বেন স্টোকসের দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪১৬

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৪

ভারত ২য় ইনিংস: ৮১.৫ ওভারে ২৪৫ (আগের দিন ১২৫/৩) (পুজারা ৬৬, পান্ত ৫৭, জাদেজা ২৩, শার্দুল ৪, শামি ১৩, বুমরাহ ৭, সিরাজ ২*; অ্যান্ডারসন ১৯-৫-৪৬-১, ব্রড ১৬-১-৫৮-২, পটস ১৭-৩-৫০-২, লিচ ১২-১-২৮-১, স্টোকস ১১.৫-০-৩৩-৪, রুট ৬-১-১৭-০)।

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭৮) ৩৭৮/৩ (লিস ৫৬, ক্রলি ৪৬, পোপ ০, রুট ১৪২*, বেয়ারস্টো ১১৪*; বুমরাহ ১৭-১-৭৪-২, শামি ১৫-২-৬৪-০, জাদেজা ১৮.৪-৩-৬২-০, সিরাজ ১৫-০-৯৮-০, শার্দুল ১১-০-৬৫-০)।

ফল : সাত উইকেটে জয়ী ইংল্যান্ড।

সিরিজ : ২-২ ব্যবধানে সমতা।

ম্যান অব দ্য ম্যাচ : জনি বেয়ারস্টো।

ম্যান অব দ্য সিরিজ : জো রুট।

Comments are closed.