ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাজধানী নয়া দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন। বিরোধীদের সম্মিলিত বর্জনের মধ্যে রোববার (২৮ মে) সকালে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লাকে সঙ্গে করে পার্লামেন্ট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। খবর বিবিসির।
নরেন্দ্র মোদি শুরুতেই নতুন পার্লামেন্ট ভবনে স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’ স্থাপন করেন মোদি। বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে স্পিকারের আসনের পাশে বিশেষ এই দণ্ডটি স্থাপন করেন তিনি। এর পরই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
নতুন পার্লামেন্ট ভবনটির কে উদ্বোধনকরবেন— এ নিয়ে বিতর্কে ভারতের ১৯টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে। দেশের প্রেসিডেন্টকে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে না বলায় মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করেছে এসব দল।
এদিকে, বিরোধীদের এই বয়কটকে ‘গণতন্ত্রের অসম্মান’ বলে অভিহিত করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি সরকারের দাবি, ভারতের রাজধানীকে ঔপনিবেশিকতার প্রতীক থেকে মুক্ত করতে মোদি সরকারের নেওয়া উদ্যোগ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ দেশটির নতুন এই পার্লামেন্ট ভবন।