ভারতের শানের সঙ্গে বাংলাদেশের সনিয়া ‍নুসরাত

0 ৬৪৫

বিনোদন প্রতিবেদক : ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শান। হিন্দি-বাংলা দুই ভাষার গান গেয়েই পেয়েছেন জনপ্রিয়তা। গানের জগতে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। বাংলাদেশের একাধীক চলচ্চিত্রে প্লে­ব্যাক করে আরও আপন হয়েছেন বাংলাদেশের ভক্তকুলের কাছে। দেশীয় চলচ্চিত্রে প্লে­ব্যাক করলেও দেশীয় অডিওতে এবারই প্রথম গান করলেন শান। সাথে বাংলাদেশের আলোচিত কন্ঠশিল্পী সনিয়া নুসরাত। ইতিমধ্যে বাংলাগানে সনিয়া নুসরাত একাধীক গান গেয়ে আলোচনায় এসেছেন।

শান এবং সনিয়া নুসরাতের নতুন গানের শিরোনাম ‘কেন মন হারালো’। গানটির অডিও কাজ সম্পন্ন হয়েছে ভারতে। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। স্বরাজ দেবের ভিডিও পরিচালনায় গানে মডেল হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত।

গানটি সম্পর্কে সোনিয়া নুসরাত জানালেন, ‘আমার খুব পছন্দের একজন কন্ঠশিল্পী শান। শানের গায়কীর স্বভাবসুলভ মেলেডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এই প্যার্টানের গান শান আগেও গেয়েছেন। তাই আশা করছি গানটি ভালো লাগবে।

মুঠোফোনে শান জানান, ‘সনিয়া নুসরাতের গায়কীতে ভিন্নতা আছে। ওর কন্ঠ মেলোডিয়াস। ভালো গেয়েছে মেয়েটা। আমি আশাবাদী দুই বাংলার শ্রোতাদের মনপুত হবে গানটি।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ৫ ফেব্রুয়ারি, বুধবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কেন মন হারালো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক , বাংলালিংক ভাইব এবং রবি স্পø্যাশে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com