ভারতে ৫০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে, জানালেন মোদি

0 ২৩৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতে এ পর্যন্ত ৫০ কোটিরও বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার রাতে এক টুইটে তিনি এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের লড়াইতে শক্তিশালী অভিঘাত তৈরি হল। টিকাকরণের সংখ্যা ৫০ কোটি পার করেছে। আশা করি, এর ওপর ভিত্তি করে দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ জারি থাকবে।’

৫০ কোটির মধ্যে ঠিক কত জন প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন, তা উল্লেখ করেননি ভারতের প্রধানমন্ত্রী।

তবে ভারত সরকারের কোউইন অ্যাপে উল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারতে মোট ৫০ কোটি ১০ হাজার ৪৮ জন টিকা পেয়েছেন বলে জানায় পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তার মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৯ কোটি দুই লাখ ৮০ হাজার ৮৪১ জন। এ ছাড়া ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ২০৭ জনের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়ে গিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.