মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে প্রত্যাবর্তনের সময় ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোররাতে রৌমারী গয়টাপাড়া সীমান্তের ১০৫৮ নং মেইন পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক কৃতরা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গয়টাপাড়া বিজিবি সুত্রে জানাযায়, গয়টাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার মো, ইসমাইল হেসেন বলেন, সীমানেÍ টহলরত অবস্থায় বুধবার ভোররাতে ভারত থেকে বাংরাদেশে অনুপ্রবেশের সময় ১০৫৮ সীমান্ত পিলারের ১০০ গজ দূর থেকে ১২জন যুবককে আটক করা হয়। তাদের কোন পাসপের্ট না থাকায় অবৈধ পথে প্রবেশের দায়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
তারা হলেন, ১, রৌমারী উপজেলাধীন টাপুরচর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আসরাফুল আলম ২ চরজিতর ইশ্বরগঞ্জ গ্রামের আব্দুল হালিম পুত্র,মোফাজ্জল ,হোসেন ৩, ফূলপুর উপজেলার নারেজেলী গ্রামের নবী হোসেন ৪, ফোরকান আলী পিতা আক্কেল আলী সিংহেরশবর ফুলপুর, ৫, মানিক মিয়া পিতা ইসলাম সাকোয়াই বাজার হালুয়াঘাট, ৬, ওবাইদুল হাসান পিতা মোশারফ পাঠান গ্রাম মামুদপুর ভালুকা, ৭, মিজানুর রহমান পিতা নুরুল আমিন গ্রাম আসমান্দিরচর পাঁচদোনা, ৮, শফিকুল ইসলাম পিতা তোফাজ্জল হেসেন চরগোওয়াডাঙ্গা ফুলপুর, ৯, মণির হেসেন পিতা রহমত উল্লাহ গ্রাম দক্ষিণ হাতিবান্দা সুন্দরগঞ্জ, ১০, ওলিউল্লাহ পিতা ইব্রাহিম খলিল গ্রাম ছাকোওয়াইল বাজার হালুয়াঘাট, ১১, হযরব আলী পিতা রমজান আলী গ্রাম কাতলী ফুলপুর, ১২, আরিফ হোসাইন পিতা মুক্তার হোসেন গ্রা চরসুমিলপাড়া সিদ্দিরগঞ্জ।
আটককৃতদের মধ্যে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের আশরাফুল ইসলাম বলেন, জীবন জীবিকা তাগিদে আমরা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যাই, ভারতের তামিল নাড়–তে গামেন্টস ফ্যাক্টরীতে চাকুরী নেন। সেখানে ৪ মাস চাকুরী করার পর তাদেরকে ফ্যক্টরী থেকে বেড় করে দেয়। পরে তারা ভারতীয় দালালদের মাধ্যমে চোরাই পথে বাংলাদেশে আসার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ১২ জনকে ভারতের কুকুর মারা সীমান্ত দিয়ে বাংলাদেশ পাচারের সময় ভারতের কুকুর মারা সীমান্তের বিএসএফ ক্যাম্পের বিএসএফ ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী যুবককে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
সেখানে নিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ জনকে শারিরিক নির্যাতন করে এবং সাথে থাকা হাতঘরি মোবাইল ও টাকা কড়ি নিয়ে বুধবার ২ অক্টোবর ভোর রাতে বাংলাদেশে ১০৫৮ সীমান্ত দিয়ে ১২জনকে নামিয়ে দেয়। এমন সময় গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা ১২ বাংলাদেশী যুবককে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।
এব্যাপারে রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বিজিবি কতৃক আটক কৃত ১২ বাংলাদেশী যুবককের বিরুদ্ধে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।