ভালোবাসা পাওয়ার জন্যই অভিনয় করি : পাপড়ি পায়েল
পাপড়ি পায়েল; মডেলিং করছেন এখন নাম লিখিয়েছেন নাটকে। গেল ঈদে ‘প্রেম বাবুর্চি’, ‘সুইট লাভ’সহ বেশ কয়েকটি নাটকে কাজ করছেন।
সম্প্রতি ‘পেইন কিলার’ শিরোনামের একটি নাটকে কাজ করেছেন তিনি। দেলোয়ার হোসেন দিল এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান।
নাটকে কাজ করা প্রসঙ্গে পাপড়ি পায়েল বলছেন, ‘শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। যেহেতু আমি নতুন, ঠিকঠাকভাবে কাজটা করতে পারব কি না তা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তবে অল্প সময়েই আমার অনেক পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আরও কয়েকজন পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।’
পাপড়ি পায়েল আরও বলেন, ‘দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্যই অভিনয় করি। নতুন শিল্পী হিসেবে দর্শক যখন প্রশংসা করেন তখন কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। গেল ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করি সেগুলো প্রচারে আসার পর দর্শক বেশ প্রশংসা করেন। আশা করি আগামীতে যে নাটকগুলোতে কাজ করব সেখানেও দর্শকদের ভালোবাসা পাব বলে আমার বিশ্বাস।
বর্তমানে ঈদুল আজহার উপলক্ষ্যে নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলে এ অভিনেত্রী জানান।