ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার- স্বরাষ্ট্রমন্ত্রী 

0 ১৫০
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকা ভিসা নীতিতে কোন বাহিনী, দল কিংবা গোষ্ঠির কথা উল্লেখ করেনি। তারা নিয়মিত ভাবেই সকলকে ভিসা দেননা। এটা তাদের নিজস্ব ব্যাপার। এসব বিষয় নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনভাবেই উদ্বিগ্ন নয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সময় ও নির্বাচন কালীন সময়ে আইনশৃঙ্খলা বাহীনি তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

Leave A Reply

Your email address will not be published.