
স্হানীয়রা জানান, শনিবার সকাল ১২ টার দিকে ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের ছবি তোলার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। তারা বাবুসহ আরও তিনজন পানি খাওয়ার জন্য লাইন ছেড়ে বাইরে যায়। ফিরে এসে একই জায়গায় লাইনে দাঁড়ালে পেছনে থাকা লোকজনের সাথে কথা-কাটাকাটি হলে উভয়ের মাঝে হাতাহাতি হয়।
পরে লোকজনের সমঝোতায় সবকিছু ঠিক হয়ে গেলেও ছবি তুলে তারা বাবুসহ তিনজন বাড়ি ফেরার পথে শ্রীমন্তপুর ইউনিয়ন সংলগ্ন রামকুড়া গ্রামের শ’খানেক মানুষ একত্রিত হয়ে পরিষদের বাইরে মারধর শুরু করে। পরে বিট পুলিশিং সদস্য উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তারা বাবু বলেন, পানি খেয়ে লাইনে দাঁড়ানোই পেছনে থাকা লোকজন আমাদের ওপর চড়াও হয়ে থাপ্পড় দিলে গন্ডগোলের সূত্রপাত হয়। এতে আমরাও চড়াও হলে লোকজন সবাইকে শান্ত করে। বাড়ি ফেরার পথে রামকুড়া গ্রামের লোকজন আমাদের ব্যাপক মারধর করে।
শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি পরিষদের বাইরে ছিলাম। বিষয়টি নিয়ে বসে সমাধান করা হবে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments are closed.