ভোলাহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে রেলী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

0 ৮৬
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালনে সোমবার সকাল ১০টায় জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্দ্যোগে দিবসটি পালনে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার জাতীয় ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুদক পতাকা উত্তোলন করেন।
পরে একটি বর্ণাঢ্য রেলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দক্ষিণ গেটে মানববন্ধন করে। মানববন্ধন শেষে  উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হাসান, ইঞ্জিনিয়ার আহম্মদ মুজতবা আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, বিএমডিএ ইঞ্জিয়ার লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া।
উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাসুদ রানা, সহসভাপতি সহঃ অধ্যাপক তাহাজ্জাদ হোসেন ও বীরমুক্তিযোদ্ধা তৈমুর হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব ইখতিয়ার উদ্দিন, প্রধান শিক্ষক তোরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফা খাতুন, শাহনাজ খাতুন ও সিনিয়র সাংবাদিক ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ।
এদিকে একইদিনে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে একটি রেলী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন, অফিস সহকারী আঞ্জুমান আরা খাতুন, প্রশিক্ষক মদিনা খাতুন, রেখা খাতুন ও আফরোজা খাতুনসহ মহিলা দপ্তরের অন্যান্যরা।
অপরদিকে ব্র্যাকের ভোলাহাটের উদ্দ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালন রেলী, মানববন্ধন ও আলোচনা সভা করে।
ছবিক্যাপশন-ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ এর একটি বর্ণাঢ্য রেলী, মানববন্ধন আলোচনা সভার প্রধান ও বিশেষ অতিথিগণ।

Leave A Reply

Your email address will not be published.