ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনি ধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল জনসভা ৩ নভেম্বর রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান সহঃ অধ্যাপক জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজু)।
সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী তুখোর ছাত্রনেতা যুবনেতা কায়সার আহমেদের সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন, স্থানীয় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য নেতাকর্মী ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।