ফয়সাল আজম অপু : “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ পালিত হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার সময় ভোলাহাট থানা চত্বর হতে আমচত্ত্বর মোড় পযর্ন্ত র্যালি প্রদক্ষিন শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবু। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা চৌধুরী।
পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ান ইসলাম মন্ডলের সঞ্চালনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হোসনে আরা পাখি, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি জামিল হোসেন, ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হক নিখিল, দলদলী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ লাল মোহাম্মদ পুতুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন জনতাই পুলিশ ও পুলিশিই জনতা ও পুলিশ জনগনের শক্র নয় বন্ধু। সমাজের বিভিন্ন অপকর্ম মাদক বাল্যবিবাহ জঙ্গিবাদ দমন সহ সমাজে বিদ্যামান সকল সমাজবিরোধী কাজ থেকে সকল ক সাথে নিয়ে দুর করার জন্য আহ্বান জানান। সমাজে বিদ্যমান বেআইনি সকল কাজের সঠিক তথ্য পুলিশ কে দিতে বলেন এবং নিজ নিজ অবস্থান থেকে সকলে কে সচেতন হতে বলেন। সমাজের সকল সমস্যা আইনের মধ্য থেকে সমাধান করার আশ্বাস দেন গোমস্তাপুর থানা পুলিশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি তদন্ত কর্মকর্তা সেলিম রেজা।
Comments are closed.