ভোলাহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত।

0 ৫৫
Exif_JPEG_420

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টায় মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্ণাঢ্য রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, মৎস্য অফিসার ওলিউল রহমান, শিক্ষা অফিসার মুনমুন সুলতানা।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শরীফ, মহিলা বিষয়ক দপ্তরের কম্পিউটার কাম-অপারেটর আঞ্জুমান আরা, রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের ছাত্রী আনিকা তাহমিনা, তাসফিয়া তাবাসসুম।
ছবিক্যাপশন: ভোলাহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালনের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার ও একটি বর্ণাঢ্য রেলীর দৃশ্য।

Leave A Reply

Your email address will not be published.