ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত নির্দলীয়-নিরপেক্ষ প্রতিষ্ঠান ‘জামতলা মানবিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটি সকালে তাদের সংস্থার সকল সদস্য ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি মুশরীভুজা বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ঐদিন বেলা ১০টায় তাদের কার্যালয়ে সকল স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এ সময় সাদা মনের মানুষ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জামতলা মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি তরিকুল ইসলাম, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যরা।