এম.এস.আই শরীফ ভোলাহাট-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা হতে বিচ্ছিন্ন ইউনিয়ন জামবাড়ীয়ায় কালবৈশাখীর তান্ডবে ধান, আম ও বাড়ীঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় আড়াই কোটির উপরে ছাড়িয়ে যাবার সম্ভাবনা বলে প্রত্যক্ষ করা গেছে। সরজমিন পরিদর্শনে জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে বিচ্ছিন্ন ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন। আর এ ইউনিয়নের সাদামাটা মানুষগুলির আয়ের উৎস ধান ও আম চাষাবাদ। অনেক খড়কুটো পুড়িয়ে সাধারণ কৃষিজীবি মানুষেরা বিভিন্ন এনজিও হতে ঋণ নিয়ে তাদের ধান ও আম চাষাবাদ করে। এরই মধ্যে গত ৩০ এপ্রিল ২০১৮ সোমবার ভোর প্রায় ৫টায় নেমে আসে কালবৈশাখী ঝড়-তুফান ও শিলাবৃষ্টি। যার তান্ডবলীলায় উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলিতে কিছু ক্ষতি হলেও বেশীরভাগ ক্ষতিগ্রস্থ হয় ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা। এ ব্যাপারে বড়গাছী গ্রামের ষাটোর্দ্ধ বৃদ্ধা কৃষক জামাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্যার বহু কষ্টে ধারদেনা আর ঋণ করে পরের জমি বর্গা নিয়ে বোরো ধানের আবাদ করেছিনু। কিন্তু কালবৈশাখী ঝড় ও শিলপাত্থরে হামাঘ্যারে সবকিছু নয়রাশ করেছে। পথে বইস্যা কাঁন্দা ছাড়া কোন গতি নাই। এখন সরকারের কাছে হামাঘ্যারে ক্ষেতি পুরণের জোর আবদার করছি” বলে নির্বাক দৃষ্টিতে বৃদ্ধা কেঁদে ফেললেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা হতে বিচ্ছিন্ন ইউনিয়ন জামবাড়ীয়া। ৩০ এপ্রিল সোমবার ভোররাত হতে কালবৈশাখীর তান্ডবলীলায় মারাত্বকভাবে বিভিন্ন এলাকার ঘরবাড়ী তছনছ করে। এর মধ্যে- মান্নুমোড়, ধরমপুর, আদমপুর, বাহ্মননগর, হাঁড়িয়াবাড়ী, আন্দিপুর, কৃষ্ণপুর, হেলাচী, বড়গাছী, বড়ইগাছী, ছোটজামবাড়ীয়া, বড়জামবাড়ীয়া, শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী, গোমস্তাপুর উপজেলার নরশীয়া এলাকার ঘরবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ঐ ঐলাকার আম এবং ধানক্ষেত যেমন- খিরির বিল, কলমুগাঁড়া বিল, নরশীয়া বিল, মাইটাবান বিল ও খাফান বিলগুলির আবাদকৃত ইরি-বোরো ধানের সম্পুর্ণ ক্ষতিসাধিত হয়, যার পরিমান প্রায় সোয়া কোটি এবং সম্পুর্ণ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৫ কোটে টাকা বলে জানান। ঐ এলাকার সংশিষ্ট ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারা বলেন, আমার ইউনিয়ন পরিষদের তহবীল থেকে ক্ষকিগ্রস্থ পরিবারদের মাঝে সামান্য ক্ষতিপুরণ দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারের সংশিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ ক্ষতিপুরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।
ছবিক্যাপশন-ভোলাহাট উপজেলা হতে বিচ্ছিন্ন ইউনিয়ন জামবাড়ীয়ায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্ঠিতে ক্ষতিগ্রস্থ ঘরের টিনের অবস্থা, ধানী জমি ও আমের গাছের নীচে আম।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.