ভোলাহাটে প্রতিবন্ধী মামুনুর রশিদকে হুইল চেয়ার দান
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রতিবন্ধী মামুনুর রশিদকে একটি হুইল চেয়ার দান করলেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি তুখোর সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ।
ভোলাহাট সদর ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোঃ আব্দুল খালেকের শারীরিক প্রতিবন্ধী ছেলে মোঃ মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে দু’পা বিকল থাকায় অতিকষ্টে দিনযাপন করছিল। অবশেষে মামুনুর রশিদের জীবনের ভাগ্যাকাশে আশীর্বাদের আলো দেখা দিলো। এ করুণ দৃশ্য চোখে পড়লে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ হস্তচালিত ৩ চাকার একটি হুইল চেয়ার দান করেন।
এ উপলক্ষে ভোলাহাট প্রেসক্লাবে ১০ নভে¤বর সকাল ১১টায় সময় আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেখজী ফাউন্ডেশনের চেয়ারপার্সন মোহাঃ রবিউল ইসলাম রাব্বী, সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন, মোঃ মুনিরুল ইসলাম মুনি।