ভোলাহাটে বিনামূল্যে ২হাজার ৩’শ কৃষকদের সার ও বীজ বিতরণ

0 ২০৭

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনাবগঞ্জের ভোলাহাটে কৃষকদের মাঝে সার ও বিতরণ অনুষ্ঠান গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ লোকমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ ওয়ালিউল ইসলাম।

কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে, খরিপ-১/২০২৩-২০২৪ মৌসূমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন গতকাল (৬ এপ্রিল ২০২৩) বৃহস্পতিবার হতে শুরু হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ উপজেলার ২৩’শ জন কৃষকদের মাঝে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার আউশ প্রণোদনা এবং ১’শ জনকে ১ কেজি করে পাটবীজ বিতরণ করা হয় পাট প্রণোদনা হিসেবে। এ সময় উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.