ভোলাহাটে ভাতিজার হাতে চাচা খুন

১৪৫
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিজ ভাতিজার হাতে বড় চাচা খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মৃত শাম মোহাম্মাদের ছেলে ও সাবেক ইউপি মেম্বার ইসমাইল হোসেন দুলু  (৬৫) নিজ ভাতিজা নেশাসক্ত, এলাকার ত্রাস নামে খ্যাত মোঃ মিলন আলীর ছেলে ভুটু (২৫) গতকাল রাত সাড়ে ১১টায় তাঁদের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ চাচাকে ভুটু হাতে থাকা ছুড়ি দিয়ে এলোপাতারী আঘাত করলে মারাত্বক ভাবে জখম হয়। পরে স্থানীয় জনগণ গুরুতর আহত দুলুকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ভুটুকে তাঁর চাচাগণ ভোলাহাট থানায় সোপর্দ করেন। লাস মর্গে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান দায়িত্বরত ওসি আবু ইকবাল পাশা।