ভোলাহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

0 ১২২
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দু’দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা  উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার ১৪ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে এ মেলার উদ্বোধন করেন। কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, প্রকৌশলী আহমেদ মুজতবা আলী,  সমাজ সেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার হারুন রশিদসহ সুধীজনেরা।
১৫ জানুয়ারি বুধবার এ মেলা শেষ হবে। উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে।

Leave A Reply

Your email address will not be published.