ভ্যাকসিন নিলেন তামিম, সৌম্য ও মিরাজরা

0 ৫২৮

আগামী ২৩ ফেব্রয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই করোনা ভাইরাসের টিকা নিলেন জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়ার।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তামিম ইকবার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার, নাসুম আহমেদসহ কয়েকজন খেলোয়ার।

সকাল ১০টার দিকে বিসিবির কোচিং স্টাফরাও হাসপাতালে পৌঁছান। কিছুক্ষণ পর সৌম্য সরকার পৌঁছান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। এরপর তামিমও এসেছিলেন স্ত্রীকে নিয়ে। এ সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।

টিকা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, এখানে আমার অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। শুধু আমার না, বন্ধু পরিবারের সদস্য যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছেন, তাদেরও টিকা দেয়ার প্রসেসটা খুবই ভালো ছিল। অনেকেই নেতিবাচক কথা বলেন, কিন্তু ইতিবাচক দিকগুলোও বলা দরকার।

তামিম বলেন, আমরা আসলে লাকি যে টিকাটা আমরা পাচ্ছি। উন্নত অনেক দেশেও এই পরিমাণ টিকা এখনও দেয়া হচ্ছে না। যারাই এর সঙ্গে জড়িত আছেন (টিকাদান কার্যক্রম) তাদেরকে আমার তরফ থেকে স্যালুট।

Leave A Reply

Your email address will not be published.