ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারার লাল কার্ড প্রদর্শন
এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য দেশকে খাদের কিনারে নিয়েছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দেশদ্রোহী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরা ক্ষমতায় আসার আর থাকার চেষ্টা করছে ছাত্র-যুব-জনতাকে বোকা বানানোর মধ্য দিয়ে।
নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামার ইচ্ছে না থাকলে অনতিবিলম্বে ভ্যাট প্রত্যাহার করুন, হরতাল নিষিদ্ধ করুন, দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করুন, জনগণের পাশে থাকুন। তা না হলে শেখ হাসিনার মত করে পালানোর প্রস্তুতি নিন।
সমাবেশ শেষে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব-আমলা ও দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটকে লাল কার্ড প্রদর্শন ও মিছিল করে রাজধানীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।