‘ভয় পেও না’ : সাতপাকে বাঁধা ওম-শ্রাবন্তী!
লাল টুকটুকে বেনারসি, শরীরভরা সোনার গয়না ও মালায় সেজে খাঁটি বাঙালি কনে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি দেখে যে কেউ ভাববেন, ফের বিয়ের পিঁড়িতে বসলেন নাকি!
লাল টুকটুকে বেনারসি, শরীরভরা সোনার গয়না ও মালায় সেজে খাঁটি বাঙালি কনে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি দেখে যে কেউ ভাববেন, ফের বিয়ের পিঁড়িতে বসলেন নাকি!
কারণ, পাশে টোপর মাথায় দিয়ে প্রস্তুত বর, চিত্রনায়ক ওম। এমন ঝলক নিজেই প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। বোঝালেন, রসায়ন ভালোই জমবে। ভুল বোঝার অবকাশ নেই। কারণ, সেটা পর্দায়।
হিন্দুস্তান টাইমসের খবর, নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ সিনেমার পোস্টার শুটে এমন রূপে ধরা দিয়েছেন ওম-শ্রাবন্তী।
আগামী ৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই সিনেমার। বছরখানেক আগে ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী। তবে সে বার তাঁদের সহ-অভিনেতা ছিলেন দর্শনা ও সোহম।
এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। আরও গাঢ় হবে ওম-শ্রাবন্তীর বন্ধুত্ব। ‘ভয় পেও না’ সিনেমায় যে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।
Prev Post
Recover your password.
A password will be e-mailed to you.
Comments are closed.