মডেল হয়েছেন দুই কন্যা, যে শর্ত দিয়েছেন নাঈম-শাবনাজ

২১৬
নাঈম-শাবনাজের সঙ্গে দুই কন্যা। ছবি : সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম-শাবনাজ দুই কন্যাসন্তানের জনক। অন্তর্জালে বেশ জনপ্রিয় মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। প্রথম বারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাঁরা, হয়েছেন বিজ্ঞাপনচিত্রের মডেল।

তবে এই মডেল হওয়ার আগে মেয়েদের শর্ত দিয়েছেন নাঈম। সেই শর্তের কথা জানিয়ে মাহাদিয়া বলেন, ‘বাবার সঙ্গে আলোচনা করে বিজ্ঞাপনটি করার অনুমতি দেন। তবে একটা শর্তও জুড়ে দেন, এমন কিছু যেন আমরা দুই বোন না করি, যেটাতে পরিবারকে অসম্মানিত হতে হয়।’

এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে মাহাদিয়া জানালেন, ‘কোম্পানি থেকেই প্রথম আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি বেশ ভয়ে ভয়ে মায়ের সঙ্গে প্রস্তাবটি শেয়ার করি। মা তখন কিছু বলেননি। পরে বাবার সঙ্গে কথা বলি।’

জানা গেছে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ১৪ জুন। আগামী সপ্তাহে সারা দেশে ব্যানার হবে। ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হবে বিজ্ঞাপনচিত্রটি।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com