মনোনয়ন প্রত্যাশী ইউনুস আলীর গণসংযোগ

0 ১৫৩
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ন‌ওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও রানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. মোঃ ইউনুস আলী প্রামানিক। তিনি আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (আত্রাই-রাণীনগর) ন‌ওগাঁ-৬ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়ন ও হাটকালুপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গিয়ে বর্তমান সরকারের দেশের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে গণসংযোগ করছেন।
এ সময় ড. মোঃ ইউনুস আলী প্রামানিক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নৌকা মার্কা প্রতীকে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। দেশের উন্নয়ন করতে চাইলে আবারও আওয়ামী লীগের জয় প্রয়োজন। তিনি আরও বলেন, তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী ও উন্নয়ন করার জন্য ভবিষ্যতে যাকে সরকার যাকে মনোনয়ন দিবেন আপনারা তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

Leave A Reply

Your email address will not be published.