মরগানের চোখে সাকিব ‘অবিশ্বাস্য খেলোয়াড়’

0 ১৩৭
সাকিব আল হাসান। ছবি : এএফপি

২০০৬ সালে অভিষেকের পর থেকে ব্যাটে-বলে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরেই বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্বও দিচ্ছেন। ধারাবাহিক পারফরম্যান্সই সাকিবকে বিশ্বসেরা বানিয়েছে বলে মনে করেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

আজ সোমবার (৯ অক্টোবর) ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবকে প্রশংসায় ভাসান মরগান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই ইংলিশ ক্রিকেটার চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে আছেন।

সাকিব প্রসঙ্গে মরগান বলেন, ‘সে অবিশ্বাস্য খেলোয়াড়। পারফরম্যান্স সব সময় তার হয়ে কথা বলছে। নিয়মিত সে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কেউ নেই পাঁচটা বিশ্বকাপ খেলেছেন এমন। দীর্ঘ দিন ধরে করা পারফরম্যান্স তাকে সেরা একজন অলরাউন্ডারে পরিণত করেছে।’

আফগানিস্তানের বিপক্ষে জয় প্রসঙ্গে মরগানের ভাষ্য, ‘বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৪৪.৬১ গড়ে ১ হাজার ৬০ রান আর ৩৭ উইকেট আছে সাকিবের। চলতি বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে রানের হিসাবে তিনিই সবার উপরে। ব্যাট-বলের পারফরম্যান্সে প্রায় এক যুগ ধরে ওয়ানডেতে অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বা এর আশেপাশে আছেন সাকিব।

Leave A Reply

Your email address will not be published.