মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে ২ হাজার ৯শ ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ। কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু,
মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি।
এ সময় মহাদেবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর এবং খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।#