মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা, ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সম্প্রীতি বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
উপজেলা সিএসও সভাপতি দিপঙ্কর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম, মহাদেবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথী।
এ সময় ডাসকোর অহিংসা প্রকল্পের শান্তি সহায়ক আনন্দ শীল, ফিরোজা বেগম, মরিয়ম খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাজে সম্প্রীতি রক্ষা ও হিংসা, বিদ্বেষ দূর করার প্রত্যয় নিয়ে সব ধর্মের মানুষ মিলে সম্প্রীতি বৃক্ষ রোপণ করা হয়।