মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চকচকি হাফেজিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ফেব্রুয়ারি) বাদ যোহর উপজেলার হাতুড় ইউনিয়নের চকচকি গ্রামে এ মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অত্র মাদ্রাসার জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।
উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মো. নাহিদ আক্তার রুবেল, সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ক্যাশিয়ার মো. সাইখুল ইসলাম, আলহাজ্ব কফিল উদ্দিন মন্ডল, আলহাজ্ব রইচ উদ্দিন মন্ডল, আলহাজ্ব রফিজ উদ্দিন মন্ডল, মো. রেজাউল ইসলাম, মাদ্রাসার শিক্ষকমন্ডলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন চকচকি হাফেজিয়া মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা নূরুন নবী (নূরী)। মাদ্রাসার ভবন নির্মাণে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন দানশীল ব্যক্তিদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন তারা।