মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চিত্রায়িত হচ্ছে বিশ্বকবি রবন্দ্রীনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা অবলম্বনে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কল্যাণীর শেষ কথা”। গত ২৩ মে থেকে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির চিত্রায়নের কাজ শুরু হয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ। বরেন্দ্র টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা রকি রাজ, নবাগতা চিত্র নায়িকা দেবন্তি, চলচ্চিত্র অভিনেত্রী শায়লা, প্রবীণ অভিনেতা গোলাম রসূল বাবু, নান্নু মাহমুদ, সন্তোষ কুমার প্রমুখ।