মহাদেবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

0 ৬০
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 32768; ?cct_value: 5200; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 306.1585; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: 32768;
cct_value: 5200;
AI_Scene: (-1, -1);
aec_lux: 306.1585;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম, মহাদেবপুর প্রেসক্লাবের সহ সভাপতি মো. লিয়াকত আলী বাবলু প্রমূখ।#

Leave A Reply

Your email address will not be published.