মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকোর অহিংসা প্রকল্পের সামাজিক সংগঠনের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সামাজিক সংগঠনের সহ সভাপতি মালতী রানী, সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, ডাসকোর এ্যাডভোকেসী অফিসার ফিরোজা বেগম, শান্তি সহায়ক মাসুম রেজা প্রমূখ।
সভায় সমাজে বিরাজমান হিংসা, বিদ্বেষ, দ্বন্দ ও সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয় এবং এগুলো নিরসনে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।