মহাদেবপুরে ডাসকোর অহিংসা প্রকল্পের ডায়ালগ মিটিং

0 ১০৭

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকোর অহিংসা প্রকল্পের উদ্যোগে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা ডাকবাংলো হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠনের সভাপতি দীপঙ্কর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো.আইনুল হোসেন, ডাসকোর অহিংসা প্রকল্পের কর্মকর্তা ইব্রাহিম খলিল, ফিরোজা বেগম, মরিয়ম বেগম, মাসুম রেজা প্রমুখ। সভায় সামাজিক দন্দ্ব নিরসনে বিভিন্ন ইস্যু চিহ্নিত করা হয় এবং সেগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.