মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ইএআরএল প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে ও ডাসকোর উপজেলা অফিসার রিতু মালোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুলতান হোসেন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মো: আলামিন হোসেন তান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রোকনুজ্জামান মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হারুন অর রশিদ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র,
মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া, আমিন কুজুর, যোগেশ উড়াও, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ, হেকস ইপার প্রতিনিধি এ.এফ.এম রুকুনূল ইসলাম, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: তোফাজ্জল হোসেন, মনিটরিং অফিসার মো: আলতাফুর রহমান প্রমুখ।
প্রকল্পটি হেক্স ইপার এর আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে নওগাঁ জেলার মহাদেবপুর, পতœীতলা, সাপাহার এবং পোরশা উপজেলার ০৩টি করে মোট ১২ টি ইউনিয়নে ৩৫০০ নৃ-গোষ্ঠী ও প্রান্তিক পরিবার নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসকারী দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই প্রকল্প প্রণয়ণ হয়েছে বলে সংস্থার কর্মকর্তারা জানান।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো প্রতিষ্ঠানিক সেবায় অধিকার ভিত্তিক প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত, ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠী এবং অপরাপর প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নের দ্বারা তাদেরকে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা।
মূলধারার বাইরের এই জনগোষ্ঠীর জন্য সরকারি, বে-সরকারি সেবায় প্রবেশগম্যতা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং মূলধারার মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এই উন্নয়ন এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলেও জানান বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা। এ অবহিতকরণ সভায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।