মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও শিশুসহ ৬জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুল পুকুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালের গাছের সাথে ধাক্কা লেগে সাগর উড়াও (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুইজন গুরুতর আহত হয়।
নিহত সাগর উড়াও উপজেলার জন্তিগ্রাম গ্রামের ফুলচান উড়াও এর ছেলে এবং আহতরা হলেন তার আত্মীয় ও একই উপজেলার বিনোনপুর গ্রামের চান্দু উড়াও এর ছেলে সবুজ উড়াও (২২) ও ঘাষিয়ারা গ্রামের সমা উড়াও এর ছেলে হিরেশ উড়াও (৩০)। স্থানীয় সূত্র জানায়, নিহত সাগর উড়াও তার আত্মীয়দের নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর বাজার থেকে তেঁতুল পুকুরের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের গতিও ছিল অনেক বেশি।
এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সাথে সজোরে ধাক্কা খায় তারা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর উড়াও নিহত হন। তার মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে হিরেশ উড়াও এর অবস্থা আশংকাজনক। একই দিকে বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সরস্বতীপুর কদমতলী মোড়ে একটি তেলবাহী ট্রাঙ্কলরী যাত্রীবাহী অটোচার্জার ভ্যানকে চাপা দিলে শিশুসহ চারজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অপর দুর্ঘটনায় আহতদের দ্রুত নওগাঁর সদর হাসপাতালে প্রেরণ করায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল, ট্রাঙ্কলরি ও অটো চার্জার ভ্যান জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।